প্রধান শিক্ষক
কাঞ্চনপুর হাওড় উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় অবস্থিত । উক্ত প্রতিষ্ঠানটি এলাকায় নারী-পুরুষ দেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ১৯৯৩ খ্রি. সনে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে নারী-পুরুষ শিক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন পদে কর্মরত আছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফলাফলও চমৎকার। সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রতিষ্ঠানের সুনাম অর্জনে সর্বাত্মক চেষ্টা করছেন। আমি প্রতিষ্ঠানটির সার্বিক কল্যাণ কামনা করি।
আফিদা ইয়াসমিন স্বপ্না
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
মোবাইলঃ +৮৮ ০১৩০৯-১১০৫১৯
ইমেইলঃ kanchanpurschool@gmail.com
ইনস্টিটিউট তথ্য
গ্যালারী
একাডেমিক তথ্য
বর্তমান কমিটির তালিকা
| নাম | ক্যাটাগরি | পদবী |
|---|---|---|
| মোঃ মুজিবুল হক | শিক্ষক প্রতিনিধি | শিক্ষক প্রতিনিধি |
| আফিদা ইয়াসমিন স্বপ্না | সদস্য সচিব | সদস্য সচিব |
| হবুবুল্লাহ মিয়া | অভিভাবক সদস্য | অভিভাবক সদস্য |
| অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী | সভাপতি | সভাপতি |

বাংলা